অনেক মাস ধরে পিছিয়ে পিছিয়ে শেষমেশ কলকাতা যেতেই হলো। মার্চ মাসে বাবা চলে যাওয়ার পর কলকাতার প্রতি মোহ তা কেটে গেছে বলা যায়। ২০২১-এ মা যাবার পরও কলকাতার বাড়িতে বাবা থাকতে দুজনকে-ই একটু খুঁজে পাওয়া যেত। আলাদা হয়ে গেলেও, দুজনকে একসাথে ভাবা যেত। এইবার যখন বাড়ি ফিরলাম, সেই কৃষ্ণচূড়া গাছের তলায় পাতলা গলিতে, মনে হলো সব কিছু আগের মতোই আছে—কিন্তু তবুও একটা অচেনা জায়গা। বিদেশ-বিভুঁয়ে, কাজের চাপে পড়লে কিংবা মন খারাপের সময়, "বাড়ি যাবো" বলে যে কাল্পনিক আশা ছিল, সেটা বাকি জীবনের জন্য অকেজো হয়ে দাঁড়ালো।
No comments:
Post a Comment